মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
করোনাভাইরাস মহামারির ধাক্কা সামলিয়ে উঠতে না উঠতেই আরেক ধাক্কা দেশের অর্থনীতিতে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি টালমাটাল অবস্থায় পড়ে। সেই নেতিবাচক প্রভাব এখনো চলছে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সমাগত। তাই ২০২৩-২৪ অর্থবছরের বাজেট তৈরি হচ্ছে নানা চ্যালেঞ্জ নিয়ে। বিশেষ এ পরিস্থিতিতে কেমন হবে আগামী দিনের সরকারি আয়-ব্যয়ের হিসাব। এ নিয়ে নানা প্রশ্ন আছে জনমনে। চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) এবং আগামী অর্থবছরের বাজেট নিয়ে একান্ত সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, আগামী অর্থবছরের বাজেট হবে অর্থনীতি বাঁচানো ও মূল্যস্ফীতি থেকে মুক্তি দেওয়ার বাজেট। এছাড়া ভারসাম্য রক্ষা ও নানামুখী ঝুঁকি মোকাবিলার চ্যালেঞ্জ থাকবে বাজেটে। সাক্ষাৎকার নিয়েছেন স্টাফ রিপোর্টার হামিদ-উজ-জামান।