বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
মোঃ অহিদুজ্জামান (অহিদ) রাজপথের পরীক্ষিত সৈনিক, গণমানুষের আস্থার প্রতীক। খুলনা বিভাগের অন্তর্গত বাগেরহাট জেলার প্রিয় সন্তান, তোমার কাঁধে দলের যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য ফরম বিক্রয়ের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তোলার, তা নিঃসন্দেহে একটি গৌরবময় অধ্যায়ের সূচনা।
এই দায়িত্ব শুধু কাগুজে দায়িত্ব নয়, এ যেন নেতৃত্বের দৃপ্ত অঙ্গীকার, কর্মের নিপুণ আহ্বান। তোমার সাহসী পদক্ষেপে সংগঠনের শিকড় আরও দৃঢ় হোক, কর্মীরা নতুন প্রাণে উদ্দীপ্ত হোক, অহিদুজ্জামান অহিদ সেই বীর,যে বাগেরহাট-১ আসনকে জাতীয়তাবাদী শক্তির দুর্গে পরিণত করতে পারবে।
তোমার নিরলস প্রচেষ্টা ও বলিষ্ঠ নেতৃত্বে দল এক নব আলোয় উদ্ভাসিত হবে এই কামনায় রইল হৃদয়ের গভীর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। বাগেরহাট জাগুক, অহিদের হাত ধরুক, নতুন ভোর আসুক, গণতন্ত্রের বিজয় হোক! (বাগেরহাট-১ সংসদীয় আসনের সাধাণ মানুষ)