মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
একজন মানুষের জীবনের পথচলা দীর্ঘ হলে, বয়সের ভারে শরীর ধীরে ধীরে থেমে আসে। সাধারণত ৬০-৭০ বছর বয়স পর্যন্ত মানুষ নিজের মত করে চলাফেরা করতে পারেন, তারপর ধীরে ধীরে শরীরের শক্তি কমে আসে। কিন্তু আশ্চর্য লাগে যখন দেখি আমাদের বাপ-দাদারা অনেক ক্ষেত্রে আজও ব্যতিক্রম। তাদের মুখ খানা দেখতে অনেকটা ভাল লাগে। আর কাদের বেশী ভাল লাগে জানেন ? যারা ছোট কাল থেকে মা’ বাবার আদর থেকে বঞ্চিত বিশেষ করে তাদের বেলায়। আজ সোমবার বিকেলে থানায় গেলাম ওসি ম্যাডাম রোকেয়া খানমের সামনে দেখতে পেলাম একজন বাবাকে প্রশ্ন করলাম আপু তিনি কে ? তিনি বললেন আমার বাবা। আমার মনটা ফিরেগেল শৈশব জীবনে। কারন বাবা-মায়ের মুখের আকৃতিটুকু আমার মনেনাই। আমি কতটা অভাগা। বেশ কিছু কথার পর সদালাপী ওসি ম্যাডাম বললেন আমার আব্বার বয়স কত জানেন? ১০৩ বছর। এখনও আজান দিয়ে নামাজ পড়েন, হাটা-চলা করেন এমনকি নিজের কাজ নিজে করতে পারেন। মাও ইনশাল্লাহ বেঁচে আছেন। সবাই দোয়া করবেন।