মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্যামাপাড়া এলাকায় কোডেক ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের উদ্যোগে এবং স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তায় গবাদিপশু ও পাখির জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর, ২০২৫) সকাল ৭টা ৩০ মিনিটে শ্যামাপাড়া গ্রামের নির্মল গাইন এর বাড়িতে এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল সার্ভিস অনুষ্ঠিত হয়।
কোডেক ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের এই কার্যক্রম প্রাণিসম্পদ অধিদপ্তর, চিতলমারীর কারিগরি সহযোগিতায় উপজেলার সাতটি ইউনিয়নে একযোগে পরিচালিত হচ্ছে। যা গত ২০ এ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৩ এ অক্টোবর পর্যন্ত চলবে চিতলমারী উপজেলার সবগুলো ইউনিয়নে।
চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান করেন চিতলমারী উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা স্নিগ্ধেন্দু শেখর বিশ্বাস এবং এল.এস.পি জীবন সরকার।
স্নিগ্ধেন্দু শেখর বিশ্বাস বলেন, কোডেক ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের এই উদ্যোগ প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে এখানে কর্মরত থেকে দেখছি, এ প্রকল্পটি অন্যান্য উদ্যোগের তুলনায় অগ্রণী ও কার্যকর। এর মাধ্যমে স্থানীয়রা প্রাণিসম্পদ ও জলবায়ু সহিষ্ণু কৃষি বিষয়ে সচেতন হচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা স্নিগ্ধেন্দু শেখর বিশ্বাস, এল.এস.পি জীবন সরকার, সহকারী কারিগরি কর্মকর্তা মো. রিয়াদ হোসেন, মো. মনির হোসেন ও মাঠকর্মী ফারহানা আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণ প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতন হচ্ছেন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় উৎসাহিত হচ্ছেন বলে উপস্থিত বক্তারা মত প্রকাশ করেন।