মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

শিরোনাম :
চিতলমারীতে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত  একজন বাবা “একরামুল হক মুন্সী” চিতলমারীতে সরকারী বীজ বিতরণ ‎ আমি আপনাদেরই সন্তান, আপনাদের সেবা করতে চাই: মোল্লা মুজিবর রহমান শামীম ‎কোডেক ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা মাদকমুক্ত সমাজ ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন ইঞ্জি: মাসুদ রানার হিজলায় উঠান বৈঠক: তারেক রহমানের ৩১ দফায় ঐক্যের আহ্বান ‎চিতলমারীতে এমপিওভুক্ত শিক্ষকদের মতবিনিময় সভা: আন্দোলন বেগবান করতে কমিটি গঠন চিতলমারীতে গাঁজাসহ নারী আটক  প্রত্যাশিত সংস্কার না হলে দেশের অনিয়ম ও দূর্নীতি রোধ করা সম্ভব নয়: কুষ্টিয়ায় বিআরপি’র কর্মী সমাবেশ নেতৃবৃন্দরা

‎কোডেক ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা

‎নিজস্ব প্রতিবেদক: / ১৫১ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্যামাপাড়া এলাকায় কোডেক ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের উদ্যোগে এবং স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তায় গবাদিপশু ও পাখির জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

‎বুধবার (২২ অক্টোবর, ২০২৫) সকাল ৭টা ৩০ মিনিটে শ্যামাপাড়া গ্রামের নির্মল গাইন এর বাড়িতে এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল সার্ভিস অনুষ্ঠিত হয়।

‎কোডেক ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের এই কার্যক্রম প্রাণিসম্পদ অধিদপ্তর, চিতলমারীর কারিগরি সহযোগিতায় উপজেলার সাতটি ইউনিয়নে একযোগে পরিচালিত হচ্ছে। যা গত ২০ এ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৩ এ অক্টোবর পর্যন্ত চলবে চিতলমারী উপজেলার সবগুলো ইউনিয়নে।

‎চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান করেন চিতলমারী উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা স্নিগ্ধেন্দু শেখর বিশ্বাস এবং এল.এস.পি জীবন সরকার।

‎স্নিগ্ধেন্দু শেখর বিশ্বাস বলেন, কোডেক ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের এই উদ্যোগ প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে এখানে কর্মরত থেকে দেখছি, এ প্রকল্পটি অন্যান্য উদ্যোগের তুলনায় অগ্রণী ও কার্যকর। এর মাধ্যমে স্থানীয়রা প্রাণিসম্পদ ও জলবায়ু সহিষ্ণু কৃষি বিষয়ে সচেতন হচ্ছেন।

‎‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা স্নিগ্ধেন্দু শেখর বিশ্বাস, এল.এস.পি জীবন সরকার, সহকারী কারিগরি কর্মকর্তা মো. রিয়াদ হোসেন, মো. মনির হোসেন ও মাঠকর্মী ফারহানা আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণ প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতন হচ্ছেন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় উৎসাহিত হচ্ছেন বলে উপস্থিত বক্তারা মত প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *