মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যালিফোনিয়া বিএনপির উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান ও ক্যালিফোর্নিয়া বিএনপির নবগঠিত কমিটির অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন বিএনপির স্থাায়ীকমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান।
অনুষ্ঠানে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সেনা বাহিনী অফিসার মোঃ কেরামত আলী শিকদারের সুযোগ্য পুত্র মোহাম্মদ ওমর ফারুককে “তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক” হিসেবে নাম ঘোষণা করা হয়।
তিনি এলাকাতে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে বিশেষভাবে পরিচিত। এছাড়া তিনি আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তাকে এই পদ মর্যাদা প্রদান করায় এলাকাবাসী- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্নের অহংকার তারেক রহমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া প্রবাসী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ অংশগ্রহন করেন।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী এবং ব্যান্ডদল ফ্রিডম এজ।