মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিগঞ্জ- উমাজুড়ি গ্রামে এক কিশোরীকে উত্যাক্ত করার প্রতিবাদে আলেয়া বেগম (৭৫) কে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুধবার সকাল ১০টায় এ ঘটনাটি ঘটেছে। নিহত আলেয়া বেগম একই গ্রামের সুলতান হাওলাদারের স্ত্রী।
সরেজমিনে এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত আলেয়া বেগমের ছেলের মেয়ে, ১১বছরের কিশোরী সকালে পানি আনতে ঘর থেকে বের হয় এসময় প্রতিবেশী কাওছার (৩০) তাকে শ্লীললতা হানি করে। কিশোরীর চিৎকারে তার ফুফু ছুটে এসে বাঁধা দিলে, কাওছার তাকে গলা চেপে ধরে মার-পিট করে। ওই ঘটনা দেখে বৃদ্ধা আলেয়া বেগম এগিয়ে এসে প্রতিবাদ করেন এবং কাওছারকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় কাওছার ও তার ভাই আনছার (২৭) মিলে বৃদ্ধার মাথায় ইট দিয়ে একাধিক আঘাত করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে বৃদ্ধাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী দুই সহোদর কাওছার ও আনছারকে আটক করে, চিতলমারী থানা পুলিশে সোপদ্দ করেন। স্থানীয়রা জানান, কাওছার ও আনছার নিয়মিত মাদক সেবন করে এবং দীর্ঘদিন ধরে মহিলাদের উত্যাক্ত করে আসছিল। তাদের বিরুদ্ধে এলাকায় নানবিধ আপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন বলেন, “নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুতকরা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে নিয়মিত মামলা রুজুকরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ও নিহতের পরিবার ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।