মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
চিতলমারীতে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত  একজন বাবা “একরামুল হক মুন্সী” চিতলমারীতে সরকারী বীজ বিতরণ ‎ আমি আপনাদেরই সন্তান, আপনাদের সেবা করতে চাই: মোল্লা মুজিবর রহমান শামীম ‎কোডেক ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা মাদকমুক্ত সমাজ ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন ইঞ্জি: মাসুদ রানার হিজলায় উঠান বৈঠক: তারেক রহমানের ৩১ দফায় ঐক্যের আহ্বান ‎চিতলমারীতে এমপিওভুক্ত শিক্ষকদের মতবিনিময় সভা: আন্দোলন বেগবান করতে কমিটি গঠন চিতলমারীতে গাঁজাসহ নারী আটক  প্রত্যাশিত সংস্কার না হলে দেশের অনিয়ম ও দূর্নীতি রোধ করা সম্ভব নয়: কুষ্টিয়ায় বিআরপি’র কর্মী সমাবেশ নেতৃবৃন্দরা

চিতলমারীতে জোরকরে অর্থ আদায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম / ৫১০ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

মো: একরামুল হক মুন্সী:

বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহবায়ক এর বিরুদ্ধে জোরকওে অর্থ আদায়ের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী সন্তোষপুর ইউনিয়নের বটতলা গ্রামের সবদার আলী খাঁর ছেলে মোঃ রুস্তুম আলী খাঁ (৭৫)। মোঃ রুস্তুম আলী খাঁর পক্ষে এই সংবা সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মনিরুজ্জামান লিখন।

এ সময় সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মারুফ শেখ, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন ফকির, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বেল্লাল মাঝি, ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি বদিরুজ্জামান শেখ উপস্থিত ছিলেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চিতলমারী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন হয়। এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানা যায়, উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বটতলা গ্রামের আউয়াল হোসেন শিকদারের ছেলে ইমাম হোসেন শিকদার (৩০) ও শাহাবুদ্দিন শেখের ছেলে জসিম শেখ (৩২) গত মঙ্গলবার (৯সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্থানীয় মোঃ রুস্তুম আলী খাঁর একটি গরু জোর পূর্বক নিয়ে নেয়। এ সময় তিনি গরুটা ফেরত পেতে অনেক অনুরোধ করেন। শেষ-মেষ গরু ফেরত নিতে হলে ইমাম হোসেন শিকদার ও জসিম শেখ ২০ হাজার টাকা দিতে হবে বলে সাফ জানিয়ে দেয়।

এ সময় তাদের হুমকিরমূখে রুস্তুম আলী  স্থানীয় লোকজনের সামনে ২০ হাজার টাকা দিয়ে গরুটা ফেরত পান। টাকা নিয়ে যাওয়ার সময় তারা বলেন দুইলক্ষাধিক টাকার গরু মাত্র ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দিলাম কাউকে জানালে খবর আছে ।

সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়যে, ওরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া ও মাদক বিক্রিরসাথে জড়িত। ইমাম হোসেন শিকদার সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জসিম শেখ সন্তোষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহবায়ক। এ বিষয়টি উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু ও সাধারণ  সম্পাদক শরীফুল হাসান অপুকে লিখিত ভাবে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *