মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
অন্তরালে ডেস্ক:
বাগেরহাটের চিতলমারীতে অপারেশন ক্লিন হোম’ ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচী ২০২৫ উদযাপিত হয়েছে। রবিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: শর্মী রায় এর উদ্বোধন করেন।
মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণ, নিজ নিজ আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু মুক্ত থাকা উপলক্ষ্যে এই কার্যক্রমের অংশ বিশেষ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: হাবিবুল্লাহ আল মানিক, ব্র্যাক উপজেলা ম্যানেজার মো: নাজিম উদ্দীন. ফিল্ড অর্গানাইজার অবিনাশ মন্ডল ও পপি কির্ত্তনীয়া প্রমূখ।
আয়োজনে, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত-রোগ নিয়ন্ত্রণ কর্মসূচী স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য ও পবিার কল্যান মন্ত্রনালয় এবং ব্র্যাক।