মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
অন্তরালে ডেস্ক:
বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর কারিকর পাড়া ছোট পুলের কাছে স্বামী-স্ত্রী ঘুরতে বেরিয়ে বখাটেদের কবলে পড়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগিরা চিতলমারী প্রেসক্লাবে এসে একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে শিবপুর কারিকর পাড়া গ্রামের সেকেন্দার শিকদারের ছেলে মনোয়ার শিকদার (২৩) এর সাথে একই উপজেলার শৈলদাহ বাকপুর গ্রামের শফিক শেখের মেয়ে ঐশি আক্তার (২০) এর সাথে রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেমের সূত্রে বিবাহ হয়। ঐদিন সন্ধ্যায় তারা শিবপুর ছোট পুলের কাছে ঘুরতে আসে।
এ সময় একই গ্রামের শওকত মোল্লার ছেলে রোমান মোল্লা (২০), মৃত: ইকবাল মীর এর ছেলে তন্ময় মীর (৩০) সহ অজ্ঞাত ২/৩জন তাদের ঘিরে ফেলে। এ সময় ঐশির স্বামী মনোয়ারকে মারপিট করে জোর পুর্বক একটি মৎস্য ঘেরে নিয়ে আটকে রাখে। ঐশিকে তার স্বামীর থেকে দুরে নিয়ে যায়। ঐশির কাছে থেকে রোমান নগদ ৫হাজার টাকা এবং ৬-৭ হাজার টাকা মূল্যের একটি স্বর্নের লকেট নিয়ে নেয় এবং ঐশিকে বারবার কু-প্রস্তাব দেয় ও তার শরীরে হাত দেয় এবং রোমান তন্ময় মীরকে পুলিশের এস. আই সাজিয়ে ভয়ভীতি দেখায়।
এরপর রাত ১১টায় ঐশি ও তার স্বামী রোমান মোল্লাকে পৃথক ভাবে তন্ময়ের বাড়ীতে নিয়ে স্বামী রোমান মোল্লাকে একটি কক্ষে আটকিয়ে রাখে এবং ঐশিকে ছাদের উপর নিয়ে যায় এবং সারারাত আটকে রেখে ভোর ৪ টায় তাদের ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। ঐশির স্বামী মনোয়ার শিকদার বলেন শিবপুর গ্রামের ইকবাল মীর এর ছেলে তন্ময় মীর শিবপুর ইউনিয়নের তাতীদলের সাধারণ সম্পাদক। এব্যপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাৎ হোসেন জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি। এ ব্যপারে রোমান মোল্লাও তন্ময় মীর এর কোন বক্তব্য পাওয়া যায়নি।