মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
চিতলমারীতে “স্পেন” প্রবাসী বিএনপির যুগ্ম আহবায়ক বখতিয়ারকে সংবর্ধনা
মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলা ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদক এবং কাতোলনিয়া “স্পেন” বিএনপির যুগ্মআহবায়ক চিতলমারী সদরউপজেলার কৃতি সন্তান বখতিয়ার রহমানকে চিতলমারী উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের পক্ষথেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা সদর সেচ্ছাসেবক দল মিলনায়তনে উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন সংবদ্ধিত বিএনপি নেতা মো: বখতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো: শরীফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শেখ ফজলুল হক, এ্যাড. অসীম কুমার সমাদ্দার ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রষ্টান কল্যানফ্রন্ট কেন্দ্রীয় কমিটি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বুলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: শিপন আহম্মেদ মুন্সী, চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মনিরুজ্জামান খান, সাধারন সম্পাদক মো: মোক্তার হেসেন, উপজেলা যুবদল আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, কৃষক দলের সভাপতি মো: সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: জবরুল শেখ, শ্রমীক দলের সাধারণ সম্পাদ মো: রাজু খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আসলাম গাজী, প্রচার সম্পাদক মো: জিসান, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: শামীম শেখসহ সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়ামত আলী খান।