বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক:
যুগপৎ আন্দোলন ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা, বাংলাদেশ গনতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস.এম. শাহাদাৎ বলেছেন আগামির রাষ্ট্রনায়ক ও তারুণ্যের অহংকার তারেক রহমান শরীকজোটের নেতা হিসেবে আমাকে যদি বাগেরহাট ১আসন (চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট) সংসদীয় আসনে ধানের শীষের প্রতীক উপহার দিয়ে মনোনয়ন প্রদান করেন এবং আমি যদি বিজয়ী হই, তাহলে এই আসনের জনগনের আশার প্রতীক হিসেবে বাগেরহাট ১ আসনকে আমি একটি মডেল আসন হিসেবে উপহার দেব।
যেমন মাদক, ঘুষ,দুর্নীতি, চাঁদাবাজী বন্ধকরা, সুশাসন প্রতিষ্ঠাকরা এবং আগামির দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করাই হবে আমার মূলকাজ। পাশা-পাশি সরকার প্রদত্ত সকল প্রকার সুযোগ সুভিধা থাকবে তিন উপজেলার সকল শ্রেনীপেশার সাধারণ মানুষের অগ্রাধিকার।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯টায় চিতলমারী উপজেলা থানা সড়কের পাশে নিজস্ব কার্যালয়ে সাংবাদিক ও সুধীজনের সাথে মত বিনিময় কালে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়াম্যান এস.এম. শাহাদাৎ হোসেন এ সকল কথা বলেন।
জাতীয়তাবাদী সমমনাজোটের অন্যতম এই শীর্ষনেতা আরো বলেন, ৫ আগষ্টের আগে এবং পরে ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী প্রতিটা কর্মকান্ডে আমি রাজপথে সোচ্চার ছিলাম, এখনও আছি।আমি বিশ^াস করি বিএনপির যুগপৎ আন্দোলন এবং শরীকজোটের নেতা হিসেবে তারুন্যের অহংকার-আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাগেরহাট ১ আসনের ধানের শীষ প্রতীক আমার হাতে তুলে দিবেন এটা আমার প্রত্যাশা। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মোঃ কামরুল শেখ, বিএনপি নেতা আসাদুজ্জামান, মোঃ শাহিন আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা যুগ্ম আহবায়ক শেখ রহমতুল্লাহসহ অনেকে।