মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
মোঃ একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাব্বির ইসলাম সাকিব ও জসিম ফকিরের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ৮টায় উপজেলার চরচিংগড়ী ও হিজলা মাঠপাড়া গ্রামে দুই শহীদের কবরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পুলিশ যৌথ ভাবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় । এ সময় এক মিনিট নিরবতা পালন ও মুনাজাতের মধ্যেদিয়ে কার্যক্রম শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল, জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট ১ আসনে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাসুদ রানা, চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা প্রানি সম্পদ অফিসার আহমেদ ইকবাল, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ এমআর ফারাজী, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, পাবলিক হেল্থ প্রকৌশলী মোঃ আজমল হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার রঞ্জন হালদার, পল্লীবিদ্যুৎ এর ডিজিএম ওয়াদুদ খন্দকার, বিআরডিবি কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য: গত বছর এই দিনে ঢাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদহন চিতলমারী উপজেলার চরচিংগড়ী গ্রামের হায়াত আলী ফকিরের ছেলে জসিম ফকির ও হিজলা মাঠপাড়া গ্রামের শেখ শহিদুল ইসলামের ছেলে সাব্বির ইসলাম সাকিব।