মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার বিষয় নিয়ে থানার ওসির প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন এস আই লিটন।
মাদকদ্রব্য প্রতিরোধ, মাদকের সাথে জড়িতদের কঠোর হস্তে দমন, বালু উত্তোলনকারীদের ব্যবস্থা নেয়া, বখাটে যুবক ও কিশোর গ্যাংদের চিহ্নীত করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডকে জিরো টলারেন্স এর মধ্যেদিয়ে উপস্থিত সদস্যদের এসব প্রতিহত করার জন্য প্রশাসনকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহব্বান জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার এফ এম ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, জেলা বিএনপি নেত্রী রুনা গাজী, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওঃ গাজী মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড.ফজলুল হক, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুন্সী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্ঝামান খান পিকলুসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, ইউপি সচিব, শিক্ষকও ছাত্র প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।