মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
চিতলমারীতে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত  একজন বাবা “একরামুল হক মুন্সী” চিতলমারীতে সরকারী বীজ বিতরণ ‎ আমি আপনাদেরই সন্তান, আপনাদের সেবা করতে চাই: মোল্লা মুজিবর রহমান শামীম ‎কোডেক ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা মাদকমুক্ত সমাজ ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন ইঞ্জি: মাসুদ রানার হিজলায় উঠান বৈঠক: তারেক রহমানের ৩১ দফায় ঐক্যের আহ্বান ‎চিতলমারীতে এমপিওভুক্ত শিক্ষকদের মতবিনিময় সভা: আন্দোলন বেগবান করতে কমিটি গঠন চিতলমারীতে গাঁজাসহ নারী আটক  প্রত্যাশিত সংস্কার না হলে দেশের অনিয়ম ও দূর্নীতি রোধ করা সম্ভব নয়: কুষ্টিয়ায় বিআরপি’র কর্মী সমাবেশ নেতৃবৃন্দরা

চিতলমারীতে সবজি চাষে স্বাবলম্বী হচ্ছেন প্রান্তিক কৃষক

রিপোর্টারের নাম / ৩০০ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

“মোঃ একরামুল হক মুন্সী”
পাড়ে সবজি ঘেরে মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২০ হাজার প্রান্তিক কৃষক। বিশেষ করে ঘেরে সাদা ও চিংড়ি মাছের পাশা-পাশি সবজির মধ্যে যেমন করলা, শষা, মিষ্টি কুমড়া, লাউ,বরবটি, ঢেড়শ, পুঁইশাক, সহ উৎপাদন হচ্ছে অফ সিজনাল তরমুজ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে চলতি মৌসুমে ১৮শ’ ৭৪ হেক্টর মৎস্য ঘের পাড়ের জমিতে সবজির চাষ করা করেছেন প্রায় ২০ হাজার কৃষক। উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় রপ্তানী হচ্ছে।
উপজেলার গরীবপুর গ্রামের কৃষক তারক মজুমদার এ প্রতিবেদককে জানান মাছের ঘের পাড়ে করলা চাষ করে তিনি বিগত বছরগুলোতে বেশ লাভবান হয়েছেন। এবছর করলার চাষ করেছেন ৪৮ শতাংশ জমিতে এ চাষে তার ৬হাজার টাকা খরজ হয়েছে। কিন্তু মৌসুমের শুরুতেই তিনি খরজ বাদে ৫ হাজার টাকারমত আয় করেছেন। পুরো মৌসুমে তিনি ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় করবেন বলে জানান।
ডাকাতিয়া গ্রামের আবু সাঈদ বলেন, মাছের ঘেরে সবজি চাষ করে তিনি অনেক লাভবান। তিনি পরের জমি চাষকরে পরিবার নিয়ে ভালো আছেন।
চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) সিফাত আল মারুফ জানান, চলতি মৌসুমে চিতলমারী উপজেলায় প্রায় ১৮ শ’৭৪ হেক্টর মৎস্য ঘের পাড়ের জমিতে সবজির চাষ করেছেন প্রায় ২০ হাজার কৃষক। সবজির ফলন তুলনামূলক ভালো; তবে অতি বর্ষনে বেশ কিছু গাছের ক্ষতি হয়েছে। যে কারনে নিচু এলাকা   গুলোতে  প্রায় ৮ কোটি টাকার সবজি নষ্ট হয় ।
এছাড়া ঘের পাড়ে ভাসমান নেটে অফ-সিজন তরমুজ চাষের প্রবনতা বেড়ে উঠছে। চলতি মৌসুমে প্রায় ২০ হেক্টর জমিতে এ ধরনের হাইব্রিড তরমুজের চাষ করা হয়েছে। যাতেকরে কৃষকের আর্থিক সচ্ছলতায় আরো এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *