মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারী উপজেলায় রবি-২০২৫-২৬ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আগাম শীত কালীন সবজির বীজ প্রদান করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজজাদ হোসেন কৃষকদের হাত এ সকল বীজ তুলে দেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সিফাত আল মারুফসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার সিফাত আল মারুফ জানান রবি-২০২৫-২৬ মৌসুমে উপজেলার ৭ ইউনিয়নের ২০০জন কৃষকের মাঝে বরাদ্দকৃত লাউ, বেগুণ, মিষ্টিকুমড়া ও শসার বীজ প্রদান করা হয়েছে। পর্যায় ক্রমে রাসায়নিক সারসহ অন্যান্য সহায়তা প্রদান করা হবে।