মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
মো: একরামুল হক মুন্সী ও এস.এম. সহিদুল হক টিপু
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০আগস্ট) বিকাল ৫টায় চিতলমারী উপজেলা শাখার আয়োজনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পরিস্কার পরিচ্ছন্ন কর্মসহ চিতলমারী উপজেলা স্বাস্থ্যকপপ্লেক্স চত্বরে বৃক্ষরোপন অভিযানের অংশ বিশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল এর কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: মশিউর রহমান (জাদু) গাছের চারা রোপন করেন। এ সময় প্রধান অতিথির বক্তবে তিনি বলেন চিতলমারী উপজেলার বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের দুই শহীদ সাব্বির ইসলাম সাকিব ও জসিম ফকিরের স্মৃতির নিদর্শন হিসেবে এই বৃক্ষের চারা রোপন করা হলো।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো: ডালিম ফকির সদস্য সচিব বাগেরহাট জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল। অন্যান্যদেও মধ্যে ছিলেন চিতলমারী উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাশিনাথ বৈরাগী, যুগ্ম আহŸায়ক শামীম শেখ, মো: সাইদুর রহমান, মতিয়ার ফকির ও সদস্য ইয়সিন ফকির,হাফিজুর রহমান, মোজাহের শেখ প্রমুখ সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহŸায়ক মো: নিয়ামত আলী খান।