মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
অন্তরালে নিউজ ডেস্ক:
বাগেরহাটের চিতলমারীতে গ্রামের এক হাতুড়ে ডাক্তারের অপ-চিকিৎসায় মুসফিক শেখ ২বছর ৮মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুরপর সমেবেত জনতা ওই ডাক্তার নামধারীকে গনধোলাই দিয়ে পুলিশে সোপদ্দ করেছে। এঘটনাটি ঘটেছে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামে। সরেজমিনে নিহত শিশুটির স্বজনরা জানান, রবিবার (১৫জুন) বিকেলে মুসফিক তার প্রতিবেশী আলাল শিকদারের বাড়ীতে যায়। সেখানে খেলা-ধুলার এক পর্যায়ে পাশে রাখা ধারালো ডেউটিনের আঘাতে তার পেট কেটে গিয়ে নাড়িতে লাগে । এ ঘটনায় গুরুতর আহত শিশু মুসফিককে নিয়ে তার “মা” ও এলাকার লোকজন স্থানীয় খাশেরহাট বাজারে থাকা গ্রাম্য-হাতুড়ে ডাক্তার নাম ধারী রঞ্জিৎ ডাকুয়ার কাছে নিয়ে যান। রঞ্জিৎ এ সময় আহত মুসফিককে কয়েকটি ইনজেকশন পুশ করে ক্ষতস্থানে সেলাই দিতেই মুসফিক মৃত্যুর কোলো ঢলে পড়ে। ঘটনার মুহুর্তেই উত্তেজিত মানুষ হাতুড়ে ডাক্তার রঞ্জিৎ ডাকুয়াকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ্দ করে। রঞ্জিৎ উপজেলার পিঁপড়ার ডাঙ্গা গ্রামের রঞ্জন ডাকুয়ার ছেলে এবং নিহত শিশু মুসফিক উপজেলার চরবানিয়ারী মুসলি পাড়া গ্রামের কাঠ মিস্ত্রী রুবেল শেখের ছেলে।