মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
ক্রাইম রিপোর্টার:
সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজারে সিন্দুক কেটে চুরি হওয়া প্রায় ৫০ লক্ষ টাকার স্বর্ণ উদ্ধারসহ উপজেলা যুবলীগকর্মী এমাদুল খান (৩৮)সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৮ আগস্ট, ২০২৫) দুপুর ১২টায় থানা পুলিশ আড়–য়াবর্নি গ্রামে এমাদুল খানের বাড়িতে অভিযান চালিয়ে ওই স্বর্ণ এবং সিন্দুক কাটার মেশিন উদ্ধার করে। এমাদুল খান আড়–য়াবর্ণি গ্রামের মৃত: মঞ্জুরুল খানের ছেলে। এমাদুলকে জিঞ্জাসাবাদের প্রেক্ষিতে বাকী দুইজন গ্রেফতার হয়। এরা হলো চরবানিয়ারী গ্রামের সন্তোষ বসুর ছেলে সজল বসু (৩৮) ও শিবপুর গ্রামের সুর্য বসুর ছেলে শুভ্র বসু (২৫)
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদাৎ হোসেন শুক্রবার বিকাল তিনটার দিকে সাংবাদিকদের জানান, গত ০৩ আগস্ট, ২০২৫ দিবাগত রাতে চিতলমারী সদর বাজারের কর্মকার পট্টীতে অবস্থিত নিউ মন্ডল জুয়েলার্সের সিন্দুক কেটে ব্যাপক পরিমাণ স্বর্ণ চুরি হয়। এই বিষয়ে পুলিশী তৎপরতা শুরু হয়। এরই এক পর্যায়ে শুক্রবার (০৮ আগস্ট, ২০২৫) দুপুর ১২টায় আড়–য়াবর্নি গ্রামের মৃত মঞ্জুরুল খানের ছেলে এমাদুল খানের বাড়িতে অভিযান চালিয়ে তার আলমারীর ভিতর হতে পর্যপ্ত পরিমান স্বর্ণালংকার ও সিন্দুক কাটার মেশিন উদ্ধার করা হয়। এই বিষয়ে নিউ মন্ডল জুয়েলার্সের মালিক তাপস কুমার মন্ডল বাদী হয়ে ০৮ আগস্ট চিতলমারী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ০৩। মামলা তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই দিবাকর মালাকার।
#