মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
অন্তরালে ডেস্ক:
বাগেরহাটের চিতলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেনকে ফুলের তোড়া দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটস চিতলমারী উপজেলার শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকাল ১১টায় ইউএনও মোঃ সাজ্জাদ হোসেন এর নিজস্ব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সময় তিনি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় সহ দিক নির্দেশনামূলক আলোচনা করেন।
আলোচনায় অংশগ্রহন করেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহসভাপতি অচ্যুতানন্দ দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর পক্ষ্যে একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, কাজী কামরুল ইসলাম, উপজেলা স্কাউটস কমিশনার ও প্রধান শিক্ষক পুরাতন কালশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ গোলাম ফারুক (বুলু) সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা স্কাউটস সম্পাদক । এ সময় উপজেলা স্কাউটস নির্বাহী কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।