বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
মোঃ একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ মিলানয়তনে অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে ৩টি পদে নির্বাচন হয়। এতে মো: মমিনুল হক টুলু বিশ্বাস সভাপতি ও শরিফুল হাসান অপু সাধারন সম্পাদক, অ্যাডঃ ফজলুল হক ও শফিকুল ইসলাম বাবু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। টুলু বিশ্বাস আগের কমিটির আহবায়ক ও অপু যুগ্ম আহবায়ক ছিলেন।
সম্মেলনে সভাপতি, সাধারন সম্পাদক, ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে তৃণমূলের ৪৯৭ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ৩জন, সাধারন সম্পাদক পদে দুইজন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতায় অংশ গ্রহন করেন।
সকাল সাড়ে ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়র এ,টি,এম, আকরাম হোসেন তালিম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
প্রধান বক্তা ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ বক্তা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শমসের আলী মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ শেখ ওহিদুজ্জামান দিপু জেলা বিএনপির সাবেক সভাপতি এম,এ সালাম,জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা,জেলা বিএনপির সদস্য মঞ্জুর মোর্শেদ স্বপনসহ অনেকে।
প্রথম অধিবেশনে উপজেলা কমিটির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধক, প্রধান অতিথি,ও বিশেষ অতিথি ছাড়াও জেলা উপজেলার নেতারা বক্তব্য রাখেন। দ্বিতীয় অধিবেশনে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মমিনুল হক টুলু বিশ্বাস ২৪১ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার রিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান হাবিব ঠান্ডু পেয়েছেন ২২৩ভোট।
সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু ২৪৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিপন মুন্সি পেয়েছেন ২৩৬ভোট। সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডঃ ফজলুল হক ২৭০ভোট ও শফিকুল ইসলাম বাবু ১৭৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, বিগত আওয়ামীলীগের সময়ে শত বাধা বিপত্তি মামলা হামলাতে পালিয়ে না যেয়ে নেতা কর্মীদের পাশে ছিলাম।তাই এসব নেতা কর্মীরা আমাকে মূল্যয়ন করেছেন।সে জন্য তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ।