মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
অন্তরালে ডেস্ক :
বাগেরহাটের চিতলমারী উপজেলা মুক্তবাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্বাচিত এডহক কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে । রবিবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১টায় বিদ্যালয় মিলনায়তনে নব নির্বাচিত সভাপতি মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সদস্য জোবায়ের কাজী, অভিভাবক সদস্য মো: কাজী ইসরাফিল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: শিপন আহম্মেদ মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শেখ ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মো: গোলাম ফারুক বুলু, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো: একরামুল হক মুন্সী, সহ-সভাপতি এস.এম. সহিদুল হক টিপু, চিতলমারী সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মো: মনিরুল ইসলাম খান, হিজলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা: কাজী অশিকুর রহমানসহ উপজেলা বিএনপিও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলক চন্দ্র মজুমদার এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে নব নির্বাচিত সভাপতিকে ফুলের মালা গলে পরিয়ে বরণ করে নেন উপস্থিত অতিথিবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পর্যাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।