মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
মোঃ একরামুল হক মুন্সী:
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) চিতলমারী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বেলা ১২টায় উপজেলার বাহিরদশ মহল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুনয়না রায়ের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা শাখা বাশিস এর আহবায়ক, মোঃ হুমায়ুন কবীর, প্রধান বক্তা ছিলেন জেলা বাশিস এর সদস্য সচিব মিফতা উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব ঠান্ডু, উপজেলা বিএনপির নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এড. শেখ ফজলুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শিপন আহম্মেদ মুন্সীসহ উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগন ও বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ-সুধীজন।
সম্মেলনে রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আবদুছ ছালামকে সভাপতি, সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহ-কারী শিক্ষক গোলাম ফারুক বুলুকে সাধারন সম্পাদক ও জোনাবালী ফকির মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা খানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ত্রি-পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান পিকলু খান।