মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট:
জুলাই পূণর্জাগরণ ও তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বেসিক ব্যাংক লিমিটেড চিতলমারী শাখার আয়োজনে বুধবার (৬জুলাই) বেলা ১১টায় চিতলমারী সদর হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সবুজ চত্বরে ২টি ফলদ বৃক্ষ আমের চারা রোপন করা হয়। বেসিক ব্যাংক এর ব্যাবস্থাপক ও তার ষ্টাফগণ এ সময় উপস্থিত ছিলেন। হাসিনা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ বাড়ৈ জানান, জলবায়ু সংরক্ষণ উপলক্ষ্যে এ বিদ্যালয়ের চত্বরে আমের চারার পাশা-পাশি ১টি বকুল, ১টি থাই কালোজাম ও ১টি আমলকির চারা রোপন করা হয়।