মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার কৃতিসন্তান ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ রানাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার কুনিয়া বাসষ্ট্যান্ড মধুমতি সেতু পার হলে বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ তাকে ফুলের মালাগলে পরিয়ে এই সংবার্ধনা প্রদান করেন।
এ সময় সুধীজন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে রানা বলেন, আমি আপনাদের সন্তানের সমতুল্য, কারো ভাই আবার কারো ভাতিজা। আপনারা আমার মত এই ছোট মানুষটাকে যে সম্মান, যে ভালোবাসা দেখিয়েছেন তা চিরো স্মরণীয় হয়ে থাকবে।
আওয়ামী দোসরদের মামলা-হামলা, নিপীড়ন-নির্যাতনের কারনে দীর্ঘদিন বাড়ি থাকতে পারিনাই, পালিয়ে বেড়িয়েছি। আমার জমি-ক্ষেত পর্যন্ত বেদখল হয়ে গেছে। তবু আমি শহীদ জিয়ার আদর্শের এই দল থেকে পিছু হটি নাই। স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে রাজপথে আন্দোলন- সংগ্রাম করেছি। আওয়ামী লীগের পতন হয়েছে, ওরা দেশ থেকে পালিয়েছে। এখন আমাদের নির্বাচনমুখী হতে হবে, দল থেকে আওয়ামী দালার মুক্ত করতে হবে। ওদের প্রশ্রায় দাতাদের চিহ্নত করে দলীয় শাস্তির আওতায় আনতে হবে।
একই সাথে আগামীর রাস্ট্রনায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন করতে হবে। আমি সার্বক্ষনিক আপনাদের পাশে আছি, পাশে থাকবো। এ সময় উপজেলার বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উস্থিত ছিলেন।
বক্তব্য শেষে বিশাল মটর সাইকেল মহড়ার মধ্যেদিয়ে ঢাকা কলেজ ছাত্রদল নেতা শাকিল আহম্মেদ রানা সন্ধ্যায় চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রধান ফটকে খোলা ট্রাকে দাঁড়িয়ে দ্বিতিয় বার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।