মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম :
চিতলমারীতে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত  একজন বাবা “একরামুল হক মুন্সী” চিতলমারীতে সরকারী বীজ বিতরণ ‎ আমি আপনাদেরই সন্তান, আপনাদের সেবা করতে চাই: মোল্লা মুজিবর রহমান শামীম ‎কোডেক ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা মাদকমুক্ত সমাজ ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন ইঞ্জি: মাসুদ রানার হিজলায় উঠান বৈঠক: তারেক রহমানের ৩১ দফায় ঐক্যের আহ্বান ‎চিতলমারীতে এমপিওভুক্ত শিক্ষকদের মতবিনিময় সভা: আন্দোলন বেগবান করতে কমিটি গঠন চিতলমারীতে গাঁজাসহ নারী আটক  প্রত্যাশিত সংস্কার না হলে দেশের অনিয়ম ও দূর্নীতি রোধ করা সম্ভব নয়: কুষ্টিয়ায় বিআরপি’র কর্মী সমাবেশ নেতৃবৃন্দরা

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে চিতলমারীতে বিএনপির কর্মীসভা-ওয়াহিদুজ্জান দিপু

একরামুল হক মুন্সী: / ৮০ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

‎১৬ ই অক্টবার সন্ধ্যা ছয়টায় বৃহস্পতিবার এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

‎হিজলা ইউনিয়নে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট
১ আসনের সংসদ সদস্য সম্ভব্য প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জান দিপু।

সভায় বক্তৃতায় অ্যাডভোকেট ওয়াহিদুজ্জান দিপু বলেন, আমাদের একসময়ের পরম বন্ধু একটি দল ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ঐক্যবদ্ধ প্রার্থী হয়েছিল। আজ যদি সেই দল অন্য কোনো প্রতীক নিয়ে মাঠে নামে, তাহলে জনগণ কী বলবে তারা ‘মার্কা বদল পার্টি’। ধানের শীষের প্রতীক নিয়ে যারা জয়ী হয়ে এমপি-মন্ত্রী হয়েছেন, তারা যদি বিএনপির বিরুদ্ধে বিরূপ সমালোচনা করেন, তাহলে তা অকৃতজ্ঞতা ও সত্য অস্বীকারের শামিল।

‎তিনি আরও বলেন, ভোটের সমীকরণে বিএনপি একটি বড় রাজনৈতিক দল। যদি আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, বিএনপি সর্বাধিক আসনে জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমাদের কাজ হবে ধানের শীষের পক্ষে ভোট সংগ্রহ করা এবং ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরা। অ্যাডভোকেট দিপু আরও অভিযোগ করেন, ২০০৮ সালে যারা বেগম খালেদা জিয়ার ইচ্ছার বিরুদ্ধে জোর করে চারদলীয় জোটের নামে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছিল, আজ তারাই বিএনপির প্রতিপক্ষ হতে চাইছে। কিন্তু যে খেলা-ই হোক, বিএনপিকে কেউ হারাতে পারবে না ইনশাআল্লাহ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী বলাই চাঁদ বিশ্বাস, বিএনপি নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান, এনায়েত হোসেন, অসীম কুমার সমাদ্দার, চিতলমারী উপজেলা বিএনপি সভাপতি মুমিনুল হক টুলু বিশ্বাস, সাবেক যুগ্ম আহ্বায়ক শিপন আহম্মেদ মুন্সী, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, ‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হিজলা ইউনিয়ন বিএনপি সভাপতি গাজী আব্দুর রহমান, সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. অসিকুর রহমান। ‎সভায় আরও উপস্থিত ছিলেন কলাতলা ইউনিয়ন বিএনপি সভাপতি গাউসুল হক কাজীসহ হিজলা ইউনিয়ন ও আশপাশের ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
‎এসময় বক্তব্যে চিতলমারী উপজেলা বিএনপি সভাপতি মুমিনুল হক টুলু বিশ্বাস বলেন, আমরা চিতলমারী বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ করব।

‎উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু বলেন, প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব হবে প্রতিদিন অন্তত একজন ভোটারের কাছে যাওয়া এবং ধানের শীষের পক্ষে ভোট বাড়ানো। আয়োজনে নেতাকর্মীদের উৎসাহ ও অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *