মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক: (অনলাইন)
জেরুজালেম ও তেহরানে বিস্ফোরণ, নিহত ও আহত বহু | নেতানিয়াহু নিরাপত্তা বাংকারে | বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড
মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে। ইসরায়েলের ভয়াবহ হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার গভীর রাতে চালানো এই প্রতিশোধমূলক হামলায় জেরুজালেম ও তেল আবিবে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে এখন পর্যন্ত একজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন।
পরিস্থিতির ভয়াবহতায় গভীর রাতে নিরাপত্তা বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা সিএনএনকে জানান, হামলা শুরুর পরপরই প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী বাংকারে প্রবেশ করেন এবং সেখানে গুরুত্বপূর্ণ নিরাপত্তা পর্যালোচনা সভায় অংশ নেন। তাদের সঙ্গে মন্ত্রিসভার একাধিক সদস্য ও প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে অবস্থিত মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে বোমা হামলার ঘটনা ঘটেছে। ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, বিমানবন্দর এলাকায় অন্তত দুটি বিস্ফোরণ ঘটেছে। পার্শ্ববর্তী ভার্দাভার্ড এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বিস্ফোরণের ফলে বিমানবন্দরের ভেতরে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানবন্দরের বিভিন্ন অংশে আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ছে। আল–জাজিরা জানিয়েছে, এই ভিডিও প্রকাশ করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। তবে এখনো বিস্ফোরণের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন নিহত হন এবং তিন শতাধিক মানুষ আহত হন। এই হামলাকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে এর উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান, যা বাস্তবায়িত হলো এই পাল্টা হামলার মাধ্যমে।