মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের সংসদীয় ৪টি আসন পূণ:বহালের দাবিতে চিতলমারী উপজেলা সর্বদলীয় নেতাকর্মীদের সমন্বয়ে শনিবার (২৩ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা বিএনপির সভাপতি, মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাও: মনিরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলার সভাপতি ডা: আবুল কালাম কাজীসহ সর্বদলীয় নেতাকর্মীদের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল ও পথ সভার আয়োজন করা হয়েছে।
সভায় প্রধান নির্বাচন কমিশনারকে বাগেরহাট ৪টি সংসদীয় আসনকে কমিয়ে তিনটি আসন করার হটকারিতা সিদ্ধান্তের পরিবর্তে সাবেক ৪ আসন বলবৎ রাখার অনুরোধ জানানো হয়। একই সাথে রোববার (২৪ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত চিতলমারী উপজেলায় হরতাল-অবরোধের ডাক দেয়া হয়।
পথ সভায় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো : শরিফুল হাসান অপু, উপজেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মো: নান্না সহ সর্বদলীয় জোট নেতৃবৃন্দ।