মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
চিতলমারীতে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত  একজন বাবা “একরামুল হক মুন্সী” চিতলমারীতে সরকারী বীজ বিতরণ ‎ আমি আপনাদেরই সন্তান, আপনাদের সেবা করতে চাই: মোল্লা মুজিবর রহমান শামীম ‎কোডেক ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা মাদকমুক্ত সমাজ ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন ইঞ্জি: মাসুদ রানার হিজলায় উঠান বৈঠক: তারেক রহমানের ৩১ দফায় ঐক্যের আহ্বান ‎চিতলমারীতে এমপিওভুক্ত শিক্ষকদের মতবিনিময় সভা: আন্দোলন বেগবান করতে কমিটি গঠন চিতলমারীতে গাঁজাসহ নারী আটক  প্রত্যাশিত সংস্কার না হলে দেশের অনিয়ম ও দূর্নীতি রোধ করা সম্ভব নয়: কুষ্টিয়ায় বিআরপি’র কর্মী সমাবেশ নেতৃবৃন্দরা

বাগেরহাট-২ এ নতুন সমীকরণ ভিন্ন ধারায় ভোটযুদ্ধে নেমেছেন বিএনপির আহ্বায়ক

রিপোর্টারের নাম / ২৪০ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: বাগেরহাট, ২০ আগস্ট  যেখানে নির্বাচনী প্রচারণা মানেই মিছিল-মাইক আর দেয়াল ভরা পোস্টার, সেখানে একেবারে ভিন্ন পথে হাঁটছেন বিএনপির বাগেরহাট জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। কিন্তু প্রচারণায় প্রচলিত সেই পরিচিত রূপ নেই একটি পোস্টারও লাগাননি তিনি। তাঁর যুক্তি, আইন ভাঙা নয়, মানুষের আস্থা অর্জনই হতে হবে রাজনীতির প্রথম ধাপ। বাগেরহাট-২ আসন দীর্ঘদিন ধরে মূলত ক্ষমতাসীন দলের প্রভাবাধীন এলাকা হিসেবে পরিচিত। নির্বাচনের মৌসুম এলে পোস্টার-ব্যানারে ঢেকে যেত সদর ও কচুয়ার রাস্তা-ঘাট। শোভাযাত্রা, স্লোগান আর মঞ্চকেন্দ্রিক প্রতিশ্রুতিতে সরব থাকত মাঠ। কিন্তু এসব আড়ম্বরের পরও অবকাঠামোর ভাঙন, স্বাস্থ্যখাতের দুরবস্থা আর কৃষকের সমস্যার সমাধান হয়নি। এই জায়গা থেকেই ভিন্ন বার্তা নিয়ে মাঠে নামছেন তালিম। তাঁর ভাষায়, মানুষ এখন চোখে দেখছে, বছর বছর প্রতিশ্রুতি আসে, কিন্তু বাস্তবে কিছুই পাল্টায় না। তাই এবার আমাদের নতুন করে শুরু করতে হবে মানুষকেন্দ্রিক রাজনীতি দিয়ে। তালিমের রাজনৈতিক পরিচয় নতুন নয়। শত বছরের ঐতিহ্য বহন করা একটি পরিবারের সন্তান তিনি। তাঁর পিতা প্রয়াত ডা. মোজাম্মেল হোসেন ছিলেন জমিদার, এমএলএ, চক্ষু বিশেষজ্ঞ এবং বাগেরহাট পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বড় ভাই প্রয়াত এ.এস.এম. আতাহার হোসেন টানা ২০ বছর বাগেরহাট পৌরসভার চেয়ারম্যান ছিলেন। এই দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের মধ্যেও পরিবার কখনো ক্ষমতার অপব্যবহার বা লুটপাটের রাজনীতিতে জড়ায়নি। তাঁর সন্তানরাও প্রতিষ্ঠিত দুজন যুক্তরাষ্ট্রে চিকিৎসক, একজন ঢাকায় চিকিৎসক, একজন এ সি সি এ অ্যাফিলিয়েট এবং কনিষ্ঠ কন্যা ব্যারিস্টার। ফলে রাজনীতি দিয়ে সম্পদ গড়ার কোনো প্রলোভন তাঁর নেই। তালিম বলেন, প্রায় ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পর বাগেরহাট-২ আজ ভাঙা অবকাঠামো, বেকারত্ব, দুর্বল স্বাস্থ্যসেবা আর অবহেলিত কৃষকের সমস্যায় জর্জরিত। আমাদের প্রথম কাজ হবে আস্থা পুনর্গঠন। রাস্তা মেরামত, শিক্ষার সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্যখাতে সঠিক বাজেট ব্যবহার এসবই সবচেয়ে সাধারণ দাবি, কিন্তু এগুলো পূরণ করতে পারলেই বাংলাদেশের শাসনব্যবস্থা পাল্টে যাবে। আমি চাই বাগেরহাট-২ আসনকে উন্নয়ন, স্থিতিশীলতা আর অন্তর্ভুক্তির মডেলে রূপ দিতে। বাগেরহাট সদরের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন,আমরা বহু নেতা দেখেছি কেউ ক্ষমতায় গিয়ে আর ফিরে তাকায়নি। কিন্তু তালিম সাহেবের পরিবার আলাদা। উনি যদি আসেন, অন্তত মানুষের টাকা মেরে খাওয়ার ভয় থাকবে না। কচুয়ার শিক্ষক শাহনাজ পারভীন বলেন, আমাদের এলাকার স্কুলগুলোর অবস্থা খুব খারাপ। পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। তালিম ভাই যদি সত্যিই শিক্ষা খাতে জোর দেন, তবে ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে। বাগেরহাট সদরের কৃষক নূরুল ইসলাম বললেন, “ধান বিক্রি করি, দাম পাই না। সার-বীজের দাম আকাশছোঁয়া। কোনো এমপি এসে কৃষকের কথা শোনে না। তালিম সাহেব যদি কৃষকের পাশে দাঁড়ান, আমরা উনাকে ভোট দেব। এক তরুণ ভোটার রাকিব হাসান বলেন, আমাদের প্রজন্ম এখন সোশ্যাল মিডিয়ায় দেখে, দেশের অন্য জায়গায় কেমন উন্নয়ন হয়। এখানে কেন হয় না? পোস্টার-মিছিল না করে যদি সত্যিই কাজ করেন, তবে তালিম ভাই তরুণদের আশা পূরণ করবেন। প্রবীণ ভোটার রহিমা খাতুনের মন্তব্য, আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি। রাস্তা, হাসপাতাল, ব্রিজ সব বলেছে। কাজ হয়নি। এখন আমরা এমন কাউকে চাই, যে নিজের জন্য কিছু চায় না, শুধু মানুষের জন্য কাজ করবে। বাগেরহাটের রাজনৈতিক মাঠে তাই এবার অন্যরকম গতি লক্ষ্য করা যাচ্ছে। একদিকে প্রচলিত ব্যানার-পোস্টার নির্ভর প্রতিযোগিতা, অন্যদিকে তালিমের পোস্টারহীন নীরব কিন্তু চিন্তাশীল প্রচারণা। প্রশ্ন একটাই ধানের শীষ প্রতীক নিয়ে একজন সৎ মানুষ কি সত্যিই এই সংস্কৃতির মধ্যে টিকে থাকতে পারবেন এবং পরিবর্তনের সূচনা করতে পারবেন? আগামী কয়েক মাসের রাজনৈতিক সমীকরণই দেবে তার উত্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *