মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
মো: একরামুল হক মুন্সী ও এস.এম. সহিদুল হক টিপু:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে বাগেরহাটের চিতলমারী উপজেলা উলামা দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার(১৮ আগস্ট)বিকাল ৬টায় স্থানীয় আল ইমান একাডেমি এর সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা উলামা দলের যুগ্ম আহবায়ক মাও: বায়েজিদ হোসেন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথী ছিলেন জেলা উলামা দলের সদস্য সচিব মাও: জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথী ছিলেন বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি সৈয়দ কামরুল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইয়াসিন ফকির, চিতলমারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: হুসাইন বিশ^াস, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়ামত আলী খান, সদ্য সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি লিমন বিশ^াস ইউনুস, সাবেক যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্রদল মো: আবুল হাসান প্রমুখ। আনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মো: বায়েজিদ হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন আ: সবুর শেখ।