মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
একরামুল হক মুন্সী :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ২১ অক্টোবর মঙ্গলবার বিকাল চারটায় বড়বাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর পূর্বপাড়া সর্বজনীন দুর্গা মন্দির মাঠে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত মহিলা উঠান বৈঠক। অনুষ্ঠানের আয়োজন করেন বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠন। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. মাসুদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি: মাসুদ রানা বলেন, এই এলাকার অবহেলিত মানুষের দুঃখ-কষ্ট আমি কাছ থেকে দেখেছি। অতীতের সংসদ সদস্যরা জনগণের পাশে ছিল না। আমি এসেছি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বার্তা নিয়ে। আমরা রাস্তা-ঘাট, নদী শাসন, বিশুদ্ধ পানি ও কর্মসংস্থানের সমস্যা সমাধানে কাজ করব। তিনি আরও বলেন, বিশেষ করে নারীদের জন্য ফ্রি কারিগরি শিক্ষা ও এস,এমই সুবিধা চালু করা হবে।
বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর হোসেন এর সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা বিএনপি নেতা আহসান হাবিব ঠান্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হকসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতাকর্মী।
শরিফুল হাসান অপু বলেন, বিএনপি ক্ষমতায় এলে ইউনিয়নের সব সমস্যা সমাধান করহবে ইনশাআল্লাহ। আপনারা বিএনপিকে ভোট দিন, উন্নয়নের ধারায় অংশ নিন। আহসান হাবিব ঠান্ডু বলেন, বিগত সংসদ সদস্যরা কখনো এই এলাকার মানুষের খোঁজ নেয়নি। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। উঠান বৈঠকে উপস্থিত নারীরা তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, এবং ইঞ্জিনিয়ার মাছুদ রানা সেগুলো সমাধানের আশ্বাস দেন। এ সময় বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আলোচনা, প্রশ্নোত্তর ও উন্নয়নের প্রতিশ্রুতির মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি হয়।