মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের কাজীপাড়ায় এক মহিলা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর রোববার বিকেল তিনটায় হিজলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. মাছুদ রানা।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিব ঠান্ডু এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক, হিজলা ইউনিয়ন বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. মাছুদ রানা বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশের রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের যে ৩১ দফা ঘোষণা করেছেন, সেটিই আগামী বাংলাদেশের রূপরেখা। আমি সেই বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। বিএনপি সবসময় শান্তি ও জনগণের রাজনীতিতে বিশ্বাসী।
তিনি আরও বলেন,নারীরা সমাজের অগ্রযাত্রার মূল শক্তি। নারীদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমরা যদি ক্ষমতায় আসি, প্রত্যেক পরিবারে ফ্যামিলি কার্ড চালু করব, এসইমি খাতে সুযোগ তৈরি করব এবং নারীদের জন্য বিনামূল্যে কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে।
মাছুদ রানা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।
অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, আমরা অতীতে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও এখন সংগঠনকে নতুন করে গড়ে তুলছি। সহসভাপতি আহসান হাবিব ঠান্ডু বলেন,তারেক রহমানের ৩১ দফাকে সামনে রেখে আমরা জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হব ইনশাআল্লাহ।
বৈঠকে স্থানীয় নারী নেত্রী, সাংবাদিক, সমাজসেবক ও বিএনপির অঙ্গসংগঠনের শতাধিক কর্মী অংশ নেন।