মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার স্ব-নামধন্য বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের হামদ-নাত প্রতিযোগিতার মধ্যেদিয়ে দোয়া ও মিলাদ মাহফিল হয়। মঙ্গলবার(২৩সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে এই দোয়া অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী।
পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান, উপজেলা বিএনপিরসাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুলহক শেখ, চিতলমারী আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, উপজেলা জামায়েতে ইসলামী সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান শেখ,উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজাজ্জামান,বিশিষ্ট সমাজসেবক শহর আলী গাজী,কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শেখ অনিক, ফয়জুুল হক কাজী, আবুল বাসার তালুকদার প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।