বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি গঠন করা হয়েছে। গত ৩ আগস্ট সভাপতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি খুলনা বিভাগ, মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এবং অনুমোদিত উক্ত সমিতি গঠন করা হয়। চিতলমারী উপজেলা শাখার এই সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, মুকুল কিশোর মজুমদার, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: মহিতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ সহিদুল ইসলাম।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টায় ৩১ সদস্য বিশিষ্ট এই সমিতির সদস্যবৃন্দ চিতলমারী উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস এর কাছে আনুষ্ঠানিক ভাবে সমিতির কপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, মানস তালুকদার, প্রভাত হালদার, শংকর বিশ^াসও মো: মনিরুজ্জামান।