বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
অন্তরালে ডেস্ক::
বগেরহাটের জেলা প্রশাসকের আগমন উপলক্ষে চিতলমারী উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা প্রসাশক আহমেদ কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায়,উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকোৗশলী মোঃ সাদ্দাম হোসেন, পল্লীবিদ্যুৎ এর ডিজিএম ওয়াদুদ খন্দকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো: একরামুল হক মুন্সী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা সুলতানা দিলরুবা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, উপজেলা পরিসংখ্যান অফিসার জনি সরকার, উপজেলা মৎস্য অফিসে মেরিন ফিশারিজ কর্মকর্তা আশরাফুল আলম,উপজেলা বিআরডিবি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান সকাল ১০টায় চিতলমারী থানা,আদর্শ শিশু বিদ্যা নিকেতন ভবন পরিদর্শন করেন এবং চিতলমারী বাজারের জনগুরুত্বপূর্ণ পাবলিক টয়লেট এর শুভ উদ্বোধন করেন। এ সময় বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী সোয়ায়েব হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, উপজেলা যুবদল সদস্য সচিব শেখ আসাদুজ্জামানসহ রাজনৈতিকও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।