মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে পর্যায়ক্রমে বর্নাঢ্য র্যালি, পথসভা, মৎস্য অবমুক্তকরণ ও অফিস উদ্বোধন করা হয়। দুপুর ১২টায় হাজারো নেতাকর্মীর সমন্বয়ে এই র্যালির নেতৃত্বদেন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস।
চিতলমারী সদর উপজেলার পুরতন বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিশাল র্যালিটি উপজেলা মোড়ে গিয়ে এক পথ সভায় মিলিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস.এম. মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রখ্যাত আইনজীবি ওয়াহিদুজ্জামান দিপু, বাগেরহাট জেলা বিএনপি নেতা ও বাগেরহাট ১ আসনের সাবেক নমিনী চীফ ইঞ্জি: নৌ, এড. মাসুদ রানা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপি নেতা , বিশিষ্ট শিল্পপতি অহিদুজ্জামান অহিদসহ উপজেলা বিএন পির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব ঠান্ডু, নব নির্বাচিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এড. শেখ ফজুলুল হক, সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম বাবু প্রমখ।
বর্নাঢ্য র্যালি প্রদর্শন করে উপজেলা জাতীয়তাবাদীদল , মহিলাদল, যুবদল,ছাত্রদল, কৃষকদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মৎস্যজীবিদল ও তাঁতীদল। অবশেষে সরকারী জলাশয়ে মৎস্যপোনা আবমুক্ত করা হয়ও উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয় এর ফিতা কেটে ফলক উন্মোচন করা হয়।