মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
মো: একরামুল হক মুন্সী
খুলনা বিভাগ অন্তর্গত বাগেরহাটের কৃতি সন্তান প্রবাসী বখতিয়ার রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাতালোনিয়া “স্পেন” এর যুগ্ম আহবায়ক নির্বাচিত করায়, খুলনা বিভাগের বাগেরহাট জেলার চিতলমারী প্রেসক্লাব এর পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে।
বখতিয়ার রহমান কৈশর ও শৈশব জীবনে একজন জিয়া পাগল নিবেদিত প্রাণ ছিলেন। তার রাজনৈতিক কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও বিচক্ষনতার ধারাবাহিক নিয়মে তিনি আরো অনেক দুরে এগিয়ে যাবেন, এই প্রত্যাশা রেখে বিবৃতি প্রদান করেছেন।
চিতলমারী প্রেসক্লাব সভাপতি, “চিতলমারীর অন্তরালে” পত্রিকার সম্পাদক/প্রকাশক, দৈনিক আমার দেশ পত্রিকা , চিতলমারী প্রতিনিধি, ঝর্ণা টিভির ব্যবস্থাপনা পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ একরামুল হক মুন্সী।
এছাড়া বিবৃতি প্রদান করেছেন, প্রেসক্লাবের সি: সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সহ-সভাপতি মোঃ সহিদুল হক টিপু, মোঃ আজাদ খান, সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ, সি: যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ, মোঃ তানজির মুন্সী, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাগর মন্ডলসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য: বখতিয়ার রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাতালোনিয়া “স্পেন” এর সভাপতি, জামাল উদ্দীন মনির ও সাধারণ সম্পাদক, রমিজ উদ্দিন স্বাক্ষরিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায় নির্বাচিত করা হয়। বখতিয়ার রহমান খলিফা বাংলাদেশের খুলনা বিভাগের অন্তর্গত বাগেরহাট জেলার, চিতলমারী সদর উপজেলার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক মরহুম সামসুর রহমান খলিফার সুযোগ্য সন্তান।