বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
মোঃ একরামুল হক মুন্সী:
বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃ নির্ধারণের নামে বাগেরহাটের একটি আসন হ্রাস করার প্রতিবাদে এবং পূর্বের ০৪ আসন পুর্ণবহাল করার দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (৩১আগষ্ঠ) বেলা ১১টায় চিতলমারী উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়।
মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে এসে এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলের নের্তৃত্ব দেন চিতলমারী উপজেলা বি,এন,পির নব নির্বাচিত সভপতি মমিনুল হক টুলু বিশ্বাস।
বক্তব্যে টুলু বিশ^াস বলেন, প্রধান নির্বাচন কমিশনার এর এই হটকারি সিদ্ধান্ত বাগেরহাট বাসীর জন্য দুঃখজনক। জনগণ বাগেরহাটের ০৪ আসন টি পুর্ণবহাল দাবী করেন। অনতী বিলম্বে এই দাবী বাস্তবায়ন করা হোক।
এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বি,এন,পির সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শিপন মুন্সী, নব-গঠিত বি,এন,পির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান, সন্তষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, কলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গাউছ কাজীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।